খুলনা, বাংলাদেশ | ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ৮ আসামিকে খালাস
  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার
  কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা
  হামলার ঘটনায় কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ

ছিনতাইকারী সন্দেহে চারজনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরের পল্লীতে ছিনতাইকারী সন্দেহে চারজনকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) যশোর-চুকনগর মহাসড়কের ঝালঝাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন ভোর আনুমানিক ৪টার দিকে যশোর থেকে সাতক্ষীরার বিনেরপোতায় যাওয়ার পথে একটি খালি মাছবাহী পিকআপ ছিনতাইকারীদের কবলে পড়ে। মোটরসাইকেলযোগে আসা ছয়জন ছিনতাইকারী পিকআপের গতিরোধ করে এবং চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। জনগন তাদের ধাওয়া করে দুটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করে। এসময় উত্তেজিত জনগণ তাদের গণপিটুনি দিয়ে মণিরামপুর থানার পুলিশে হস্তান্তর করে।

আটককৃতরা হলো, যশোর শহরের নলডাঙ্গা রোডের আক্তার খানের ছেলে ইমরান (২৭), নীলগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে মুক্তার হোসেন (২৪), আবাদ কচুয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইজজুল (২২), রামনগরের আজিজুল ইসলামের ছেলে আলী হোসেন (২১)। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে যায়, তারা একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!