ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে ছিল সকাল সাড়ে ৭টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড্ডয়ন করা হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, অস্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও খুকৃবি’র ভাইস চ্যান্সেলরসহ অতিথিদের উত্তরীয় প্রদান, আলোচনা সভা এবং অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিকেল সাড়ে ৩টায় পথশিশুদের মাঝে খাবার এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহিরুল হক শিলং এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যান্টিন ও পরবর্তী সেমিস্টারের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি তার ভাবগম্ভীর্যপূর্ণ বক্তৃতায় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী মেধাবী ও মানবিক সংগঠন। বাঙালীর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বাঙালীর সকল স্বাধীকার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করে।
তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার জন্য এই সংগঠনের সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। একইসাথে ছাত্রলীগের নেতাকর্মীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি অপছাত্ররাজনীতি থেকে বিরত থেকে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আদর্শিক কর্মী হওয়ার নির্দেশনা প্রদান করেন। সংগঠনটির উত্তোরত্তোর সাফল্য কামনা করে আয়োজিতদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আশিকুল আলম, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, সহকারী অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রভাষক কেয়া আক্তার, প্রভাষক নাজমুল হক, প্রভাষক শরিফুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বিশ^জিৎ ভট্টাচার্য ও ইফতেখার মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহাদী হাসান সীন ও গীতা পাঠ করেন অচিন্ত্য সরকার। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সূত্র : খবর বিজ্ঞপ্তি ।
খুলনা গেজেট/এমএম