যশোরের চৌগাছায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১শ’ ছুইছুই। গত ৫ তারিখে সর্বশেষ আক্রান্ত হয়েছেন ২৫ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা শহর থেকে গ্রামাঞ্চলেই বেশি। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে পৌরসভায় ৫ আর গ্রামাঞ্চলে ২০ জন বলে জানা গেছে।
৫ জুলাই পৌর এলাকার ব্র্যাকপাড়ার, মডেলপাড়ার, কংশারীপুর মহল্লার, বাকপাড়ার ও আকাননপাড়ায় একজন করে শনাক্ত হয়েছেন।
এছাড়া উপজেলার সিংহঝুলী গ্রামের ৩ জন, জগন্নাথপুর, কয়ারপাড়া, বারুইহাটি, রঘুনাথপুর, জগদীশপুর ও রায়নগর গ্রামে ২ জন করে এবং স্বরুপদাহ, উজিরপুর , মন্মতপুর, নারায়নপুর, ব্যাংদা এবং বারবাজারে একজন করে শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার বলেন, ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। শহর কি গ্রাম সব জায়গায় আক্রান্ত হচ্ছে মানুষ। অনেকে পরীক্ষা ছাড়াই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, এতে করে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যাথা অনুভব করলে দেরি না করে করোনার পরীক্ষা করার জন্য তিনি অনুরোধ করেন। পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
খুলনা গেজেট/ টি আই