খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

চৌগাছায় লকডাউনের ৬ষ্ঠ দিনে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা লকডাউনের ৬ষ্ঠ দিনে অনেকটাই ফাঁকা ছিল। অতি প্রয়োজন ছাড়া এ দিন পৌর সদরে মানুষের চলাচল তেমন একটা দেখা যায়নি। তবে অন্য দিনের মত খুব সকাল থেকেই পৌর সদরসহ উপজেলার প্রত্যন্ত গ্রাম ও বাজার এলাকাতে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চৌগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এ সময় বিনা কারণে মোটরসাইকেলে বাজার ঘুরতে বের হওয়া তিন আরোহীকে ১৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এনামুল হক।

তারা হলেন, উপজেলার ফতেপুর গ্রামের তবিবর রহমান ৫শ’, খুলনার গোবিন্দ কুমার ৫শ’ এবং চৌগাছার তাহেরপুর গ্রামের তবিবর রহমান ৫শ’। এরপর বেলা ১১ টার দিকে নির্বাহী অফিসারের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপজেলার কয়ারপাড়া, সিংহঝুলী, মশিউরনগর, ঝাউতলা, নিমতলা, আফরা, সলুয়া বাজারসহ বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে লকডাউন বাস্তবায়নে কাজ করেন।

নির্বাহী অফিসার মোঃ এনামুল হক জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন শহর ও শহরতলীতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। বিনা কারনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়ায় তিন আরোহীকে জরিমানা করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে তিনি সকলকে আবারও ঘরে থাকার নির্দেশনা দেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!