যশোরের চৌগাছায় সুজন হোসেন (২২) নামে সরকারি সিটি কলেজের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় অরোহী রডমিস্ত্রি নান্নু (২৫) গুরুতর আহত হয়েছেন। সুজন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের আন্দারকোটা গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং সিটি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র। রড মিস্ত্রি নান্নু একই গ্রামের আশরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা বাবুল আক্তার জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হতাহতরা মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে আন্দারকোটা গ্রামের বাড়ি যাওয়ার পথে আলিশা মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন নিহত এবং নান্নু গুরুতর আহত হন। মোটরসাইকেলের বিকট শব্দ শুনে আলাউদ্দীন ও ইব্রাহিমসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ সুজনকে মৃত ঘোষণা করেন। আহত নান্নুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কর্মকর্তা লিয়াকত আলী জানান, বুকে পিঠে ও মাথায় আঘাতের কারনে হাসপাতালে পৌছানোর আগেই সুজনের মৃত্যু হয়েছে। আর নান্নুকে ভর্তি রাখা হয়েছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট / এমএম