খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

চৌগাছায় বেড়েই চলেছে করোনা রোগী, নতুন আক্রান্ত ১৫

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের লাগাম যেন কোন ভাবেই টেনে ধরা যাচ্ছেনা। পৌর এলাকাতে লকডাউন চলছে প্রায় ২ সপ্তাহ আর উপজেলা ব্যাপী এর সময়সীমা সপ্তাহ ছুইছুই। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ও পুলিশ সদস্যরা অবিরাম কাজ করে যাচ্ছেন। তারপরও সংক্রমণ কমছেনা।

সোমবার (২৮ জুন) চৌগাছার সাপ্তাহিক হাটের দিন হওয়া সত্বেও বাজারে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। বাজারে প্রবেশ সব গুলো পয়েন্টে পুলিশের ছিল কড়া নজরদারি। এ দিন বিনা প্রয়োজনে বাজারে আসা মানুষের সংখ্যাও ছিল কম। উপজেলা নির্বাহী অফিসার খুব সকাল থেকেই বাজারের গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমলগুলো পর্যবেক্ষণ করেন।

এদিকে সোমবার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোন পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, উপজেলার মুক্তদাহ গ্রামের জায়েদা বেগম (৪০), একই গ্রামের জামেনা বেগম (৫০), নারায়নপুর গ্রামের নাজমা খাতুন (৩৫), সিংহঝুলী গ্রামের আব্দুল গফফর (৬৫), বল্লভপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৫), নিয়ামতপুর গ্রামের অনামিকা পাল (৪০), পৌরসভার ৭ নং ওয়ার্ডের সালমা বেগম (৫৩), একই ওয়ার্ডের হালদারপাড়ার দিপারানী সেন (৩৬), ডাকবাংলো পাড়ার শরিফুল ইসলাম (৩২), হিন্দুপাড়ার কার্ত্তিক চন্দ্র সেন (৪৯), ইউএফপিও অফিসের অফিস সহায়ক মিজানুর রহমান (৫২), নিরিবিলিপাড়ার শুকুর মৃধা (৬৫), থানাপাড়ার শারমিন আক্তার (৪৮), ব্রাকপাড়ার মতিয়ার রহমান (৪০) ও বিশ্বাসপাড়া মহল্লার আলাউদ্দিন (৫৬)।

দিন দিন করোনার সংক্রমণ যেন বেড়েই চলছে, তবে সচেতন মহল মনে করছেন সাধারণ মানুষদের আরো সচেতন হতে হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!