খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

চৌগাছায় প্রাইভেট কারের চাপায় ‍বৃদ্ধা নিহত, আহত ৩

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় প্রাইভেট কারের চাপায় ষাটোর্ধ নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চৌগাছা মহেশপুর সড়কের হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার মোড়ে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পথচারী হলেন, উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের নওয়াব আলীর স্ত্রী সুফিয়া বেগম। আহতরা হলেন, সিংহঝুলি ইউনয়িন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য আল আমিন , প্রাইভেটের চালক উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের আশাদুল ইসলাম ওরফে টেংরা ও বলিদাপাড়া গ্রামের নাজমুল ইসলাম ।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মহেশপুর থেকে একটি প্রাইভেট কার চৌগাছার দিকে আসছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেইন্টি কড়াইগাছে আঘাত করে। এ সময়ে গাছের পাশে বসে থাকা সুফিয়া বেগমকে চাপা দিয়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এ ঘটনায় ওই বৃদ্ধাসহ গাড়িতে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তিনজনকে যশোর ২৫০শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!