যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামে যাটোর্ধ রুশিয়া বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে বাড়ির পাশে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি রুশিয়া বেগম রোগে আক্রান্ত ছিলেন। সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
রুশিয়া বেগমের ছেলে শাহিন বলেন, এক বছর আগে তার মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সে সময় থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে স্বামীর বাবার সাথে ঘুমাতে যান তিনি। শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে ওষু করার জন্য ঘরের বাইরে টিউবওয়েলে যান তিনি। এরপর মা বাড়ি ফিরে না আসায় তিনি ও পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। খোঁজ নেওয়ার একপর্যায়ে বাড়ির পাশের আম গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তবে স্থানীয়রা জানিয়েছে এক ছেলে ও দু’মেয়ে রয়েছে তার। তাদের সংসারে প্রায়ই কলহ বিবাদ লেগে থাকত। স্বামী আব্দুল কাদের স্ত্রীকে মারধর করত। বৃহস্পতিবারও তাদের মধ্যে বিবাদ লাগে। সকালে আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চৌগাছা থানার এস আই বিপ্লব সরকার বলেন, লাশটি উদ্ধার করে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছেনা কিভাবে তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এসজেড