খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

চৌগাছায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় কঠোর বিধি-নিষেধের টানা ৩য় দিন পার করছে সীমান্তবর্তী চৌগাছা উপজেলার মানুষ। বরাবরই সীমান্তবর্তী জেলা ও উপজেলা গুলো করোনা ভাইরাসের সংক্রমণ বেশি থাকায় কঠোর নজরদারিতে আনে প্রশাসন। একই সাথে বেশ কয়েকবার কঠোর লকডাউনের কঠিন সিদ্ধান্তও নেওয়া হয়। ফলে ওই সব জেলা ও উপজেলা গুলোতে কমতে থাকে করোনার সংক্রমণ।

চৌগাছায় কঠোর বিধি-নিষেধে সকল রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি হুইলার, চার্জার ভ্যান ও সিএনজি। আর এই সব যানবহনের বিরুদ্ধে দ্বিগুনেরও বেশি ভাড়া নেবার অভিযোগ উঠেছে। এছাড়া সামাজিক দূরত্ব না মেনে গাদা-গাদি করে বহন করছেন অতিরিক্ত যাত্রী। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

সরেজমিন রবিবার সকালে চৌগাছা বাজারের বিভিন্ন চায়ের দোকান, সবজির দোকান, পোশাকের দোকানে যেয়ে দেখা যায়, সব জায়গায়ই মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।মুখে মাস্ক ও সামাজিক দূরত্বের বালায় নেই কোন জায়গায়। উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও মানুষ কঠোর বিধি-নিষেধ মানতে নারাজ। প্রতিদিনই কোন না কোন অজুহাতে মানুষ বাহিরে আসছে আর ভিড় করছে বাজারের। এ ছাড়া বাজারের অনেকে ব্যবসায়ীকে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে দেখা গেছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!