যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে একদিনে ১২৫ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট খায়রুল হক। তাঁর সাথে উপ-পরিদর্শক (টিএসআই) সাইফুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা ছিলেন।
রবিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলি আটক করা হয়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট খাইরুল হক বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকদের নানা অংকের জরিমানা করা হয়েছে। মোটরসাইকেল গুলি আটক করে চৌগাছা থানায় দেয়া হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন, নিবন্ধনহীন ছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১২৫টি মোটর সাইকেল আমাদের কাছে হস্তান্তর করেছেন।
খুলনা গেজেট/কেএম