যশোরের চৌগাছায় আট ঘণ্টায় কাগজপত্রবিহীন ১৪১ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক থেকে এই মোটরসাইকেল গুলো আটক করা হয়। পরে মোটরসাইকেল গুলো চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ব্যবহার না করার অপরাধে এসব মোটরসাইকেল আটক করে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে। এসময় ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনসহ ট্রাফিক পুলিশের সদস্যরা তার সাথে ছিলেন।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন, মোট ১৪১ মামলায় ১৪১টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছে ট্রাফিক পুলিশ।এ ছাড়া মোটরসাইকেলের মালিকদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম