যশোরের চৌগাছায় করোনা উপসর্গে জেলক্বদ হোসেন (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম টিটোর পিতা।
স্বজনরা জানান, তিনি কিছু দিন ধরে ঠান্ডা জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত তিনদিন যাবৎ মেয়ের বাড়ি চৌগাছা পৌরসভার তারিনিবাস গ্রামে অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার (২৮ জুন) তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার (২৯ জুন) সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চৌগাছা হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাঃ লুৎফুন্নাহার লাকি বলেন, জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম আমাকে জানিয়েছেন মৃত অবস্থায় তাকে আজ (মঙ্গলবার) সকালে তাকে হাসপাতালে আনা হয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুন্নাহার নিশ্চিত করেছেন জেলক্বদ হোসেন ২৮ জুন করোনা পরীক্ষার জন্য চৌগাছা হাসপাতালে নমুনা দিয়েছিলেন। নমুনার পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে পাঠানো হয়েছে।
এদিকে চৌগাছায় করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই স্কুল শিক্ষকের নাম আমজাদ হোসেন (৭৫)। মঙ্গলবার (২৮ জুন) দুপুর একটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার ভাগিনা হোমিও চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক খালেদুর রহমান।
খালেদুর রহমান জানান, তার মামা বেশ কয়েক দিন ধরে ঠান্ডা জ্বর, কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তিনি চৌগাছা হাসপতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং করেনা পজেটিভ হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৪ জুনের পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
খুলনা গেজেট/এমএইচবি