যশোরের চৌগাছায় করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুর রহমান রেন্টু (৪২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চৌগাছা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর জহুরা খাতুনের ছেলে ও নোভা এইড হাসপাতালের স্বত্তাধিকারী। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছোট ভাই আশিকুল ইসলাম জানান , দীর্ঘদিন ধরে তার বড়ভাই রেন্টু জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা গ্রহন করছিলেন। গুরুতর অসুস্থ্ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর করোনা নমুনা পরীক্ষার পর জুন মাসের ২৪ তারিখে রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসা গ্রহন করে কিছুটা সুস্থ্ হলে বাড়িতে নিয়ে আসা হয়। কিছুদিন পরে আবারও অসুস্থ্ হলে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেয়া হয় যশোর সদর হাসপাতালে। আজ মঙ্গলবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিন জোহর বাদ নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয় বলে পরিবার জানিয়েছেন।
খুলনা গেজেট/ টি আই