খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের করোনা পজিটিভ
  খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

চৌগাছায় ব্যস্ত সময় কাটালেন সিনিয়র সচিব নাসিমুল গনি

নিজস্ব প্রতিবেদক, যশোর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী শুক্রবার (১১ জুলাই) যশোরের চৌগাছা উপজেলায় ব্যস্তদিন অতিবাহিত করেছেন। এদিন তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। যার মধ্যে ছিল হুইলচেয়ার বিতরণ, মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত নার্সিং কলেজের উদ্বোধন।

এদিন সকাল ১০টায় সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী প্রথমে চৌগাছা উপজেলা পরিষদে যান। সেখানে ঢাকাস্থ চৌগাছা সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি শারীরিক প্রতিবন্ধী একাধিক ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

এ উপলক্ষে আলোচনা সভায় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পরিচালক (নিকডু) অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রনক জাহান, যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা ও ঢাকাস্থ সমিতির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টির নেতৃবৃন্দ, সুবিধাভোগীর স্বজনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি অসচ্ছল ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

এরপর সিনিয়র সচিব চৌগাছা সরকারি শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় নাসিমুল গনি চৌগাছার বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান রাহিনের অর্থায়নে নির্মিত খায়রুন্নেছা নার্সিং কলেজের উদ্বোধন করেন।

খায়রুন্নেছা নার্সিং কলেজের সভাপতি ও ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং কলেজের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!