যশোরের চৌগাছায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন কঠোরতার মধ্য দিয়ে পার হয়েছে। সকাল থেকেই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার সদস্যরা শহর ও শহরতলীতে অব্যহত টহল শুরু করেন। ওষুধের দোকান, সবজি ও নিত্যপন্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল।
শুক্রবার সাপ্তাহিক হাটের দিন থাকায় বাজারে সকাল থেকেই লোকে একাকার হয়ে যেত। কিন্তু লকডাউনের কারনে বাজার মুখো মানুষের সংখ্য ছিল খুবই কম। যারা বাজারে এসেছেন তাদের প্রত্যেককেই বাজার প্রবেশ মুখে পুলিশের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সন্তোষজনক জবাব মিললে সে বাজারে আসাতে পেরেছে অন্যথায় ফিরতে হয়েছে আপন ঠিকানায়। এ দিকে লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার সরকারী আইন অমান্য করায় ৩ জনকে অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এনামুল হক জানান, মাস্ক পরিধান না করায় পৌর সদরের পাঁচনামনা গ্রামের ব্যবসায়ী আশিককে ৫শ’, বিনা কারণে মটরসাইকেল বের করে ঘোরাঘুরি করার অপরাধে বাজারের অপর ব্যবসায়ী সুধির সরকারের ছেলে বাবু সরকারকে ৫শ’ ও উপজেলার মশ্মমপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে ডাবলু রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী অফিসার করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের এই সময়ে সকলকে ঘরে থাকার আহবান জানান ।
খুলনা গেজেট/ টি আই