খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
আজ আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে লঙ্কান বোর্ডের সভা

চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন লঙ্কান প্রেসিডেন্ট

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছ থেকে আনঅফিশিয়াল যে তথ্যগুলো পাচ্ছে বিসিবি, জাতীয় দল ব্যবস্থাপনায় সম্পৃক্তদেরও জানাচ্ছে না তা। এ নিয়ে বেশ রহস্যময় পরিবেশ বিসিবি কার্যালয়ের। ভারত মহাসাগরের তীরের শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) অবস্থাও তাই। দেশটির সাংবাদিকরা মরিয়া হয়ে চেষ্টা করেও ভেতরের খবর বের করে আনতে পারছেন না। তবে ভালো দিক হলো, শ্রীলঙ্কায় এসএলসির নড়চড়টা বোঝা যাচ্ছে।

কভিড মহামারির কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে জোর চেষ্টা করছে তারা। বিসিবির দাবি-দাওয়াগুলো নিয়ে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়েও কথা বলছেন এসএলসির কর্মকর্তারা। টাইগারদের কোয়ারেন্টাইন ইস্যুতে আজ আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক আছে তাদের। লঙ্কান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সভায় বায়োসিকিউর বাবলের পরিবর্তন ও নিজেদের মতামত তুলে ধরবেন সংশ্নিষ্ট চিকিৎসকরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে দেখা করে বায়োসিকিউর বাবলের পরিবর্তনগুলো জানাবে এসএলসির প্রতিনিধি দল। প্রেসিডেন্টের অনুমোদন দেওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএলসি। লঙ্কান বোর্ড সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বে প্রতিনিধি দল কাল দেখা করতে পারে প্রেসিডেন্টের সঙ্গে। সে ক্ষেত্রে লঙ্কান বোর্ডের অফিশিয়াল সিদ্ধান্ত জানতে আরও দু’দিন অপেক্ষা করতে হতে পারে বিসিবিকে।

শ্রীলঙ্কায় বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের সম্পৃক্ততার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিবাচক দৃষ্টিতে দেখছে বাংলাদেশ দলের সফরকে। স্বাস্থ্যবিধির দিকগুলো ঠিক রেখে কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রক্রিয়ার বিকল্প নিয়ে কাজ করছেন চিকিৎসকরা। এসএলসি কর্মকর্তাদের সামনে রেখে পর্দার আড়ালে থেকে পুরো প্রক্রিয়া এগিয়ে নিতে লিড দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে। লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাতিজা তিনি।

লঙ্কান ক্রিকেট সর্বশেষ অগ্রগতি নিয়ে কোনো বিজ্ঞপ্তি না দিলেও দেশটির মিডিয়া থেকে জানা গেছে, দুই ধাপে কোয়ারেন্টাইনের প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকা ও ডাম্বুলায় সাত দিন করে কোয়ারেন্টাইনের প্রস্তাব লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করতে পারে। এমনও গুঞ্জন আছে, ১৪ দিন কোয়ারেন্টাইনের নিয়ম রেখে অষ্টম দিন থেকে বায়োসিকিউর বাবলের ভেতরে অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে মুমিনুলদের। যে প্রক্রিয়াতেই হোক, বিসিবি কর্মকর্তারা লঙ্কা সফর নিয়ে আশাবাদী। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নেওয়া হোক, বিসিবি নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ দ্বিতীয় দফায় কভিড টেস্টের নমুনা দেবেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেটারদের বাসা থেকে নেওয়া হবে নমুনা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!