যশোর সদর উপজেলার রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মৃণাল কান্তি সরকারকে এবার চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। উপপরিচালকের স্বাক্ষর জাল করে দু’ শিক্ষককে নিয়োগ প্রদান, দুদকের জাল তদন্ত প্রতিবেদন দাখিল করে উচ্চ আদালতে রিট ও নানা দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা এবং ওই মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৬ জুন এ সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষাবোর্ড। ২১ জুন বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সূত্রে জানা যায়, বরখাস্তকৃত প্রধান শিক্ষক মৃণাল কান্তি সরকারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন শিক্ষক প্রতিনিধির স্বাক্ষর জাল করে মোটা অংকের অর্থের বিনিময়ে দু’জন শিক্ষককে ওই বিদ্যালয়ে নিয়োগ দেন। ওই দু’ শিক্ষককে এমপিও ভুক্তির সময় দুর্নীতির বিষয়টি ধরা পড়ে। এরপর নড়েচড়ে বসে শিক্ষা বিভাগসহ স্কুল পরিচালনা কমিটি। ওইসময় তার সহযোগী হিসেবে স্কুলের তৎকালীন সভাপতি ইব্রাহিমের নামও উঠে আসে ও বেরিয়ে আসে দুর্নীতির নানা তথ্য। জানাজানির পর মৃণাল কান্তির নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় স্কুলের সামনে মানববন্ধন হয়। এক পর্যায়ে স্কুল কমিটি তাকে শো’কজ করে। মৃণাল কান্তি ওই সময় শো’কজের মনগড়া জবাব দেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২১ সালের ১০ জানুয়ারি স্কুল কমিটির দাতা সদস্য রুদ্রপুর গ্রামের লুৎফর রহমান বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের আদেশে পিবিআইয়ের ইন্সপেক্টর ফসিয়ার রহমান মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। পিবিআইয়ের প্রতিবেদনে অভিযোগের সত্যতা উঠে আসে। এ মামলায় তিনি আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। প্রধান শিক্ষক মৃণাল কান্তির বিরুদ্ধে স্কুলের চার লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা হয়। পিবিআই তদন্ত করে ওই মামলারও সত্যতা পায়। এরমধ্যে মৃণাল কান্তি দুদকের দু’টি ভুয়া চিঠি দিয়ে উচ্চ আদালতে রিট মামলা করে সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য নির্দেশনা আনেন। পরে সেই চিঠিও জাল বলে প্রমাণিত হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে শিক্ষাবোর্ডের ৭৯তম আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির সভায় তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্তের আদেশ দেয়া হয়।