খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে, নিখোঁজ শিশু
  আবারও ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি
  রাজধানীর বাসাবোতে ১১ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
  কক্সবাজার সদর উপজেলায় খাল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার
  কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

চুল না কেটেই ছোট করবেন যেভাবে

লাইফ স্টাইল

বড় চুলের ভক্ত কম-বেশি সবাই, তবে বড় চুলে অভ্যস্ত ব্যক্তিদেরও মাঝেমধ্যে ‌‘ছোট চুলে কেমন লাগবে’—এ রকম চিন্তা ভর করে। কিন্তু তার জন্য তো আর চুল কেটে ফেলা যায় না! সেই চুল লম্বা হতে অনেক সময় লাগবে। তবে চাইলেই ছবি তোলার জন্য বা সাজে পরিবর্তন আনতে কিংবা কোনো দাওয়াতে যেতে একবার বা দুবার লম্বা চুলগুলোকে লুকিয়ে ফেলতে পারেন। কীভাবে?

বড় চুল ছোট করার দুটি সহজ উপায় আছে—পরচুলা পরে ফেলা কিংবা ক্লিপের ব্যবহার।

যেকোনো ছোট কাটের পরচুলার ভেতরে লম্বা চুলগুলোকে গুছিয়ে ঢুকিয়ে দিলেই চেহারা এবং সাজে কয়েক মিনিটের মধ্যে আকাশ-পাতাল তফাত পেয়ে যাবেন। খাটো বব কাট, পিক্সি কাট, শ্যাগ কাট, লম্বা বব কাট, ইনভারটেড লব, শর্ট অ্যাঙ্গেলড কাট, ব্লান্ট কাট, স্ট্যাকড বব কিংবা শ্যাগি বব কাটের উইগ কিনতে পাওয়া যায়। চেহারা, পোশাক এবং স্থানের সঙ্গে মিলিয়ে যেকোনো বয়সীরাই পরচুলা পরতে পারেন।

দ্বিতীয় উপায়টি একটু সময়সাপেক্ষ এবং আরেকজনের সাহায্য লাগবে। প্রথমে চুল খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। এবার চুলকে যে উচ্চতায় চান, সেখান থেকে গোল করে ভেতরের দিকে নিয়ে আসুন। কার্লারের সাহায্য নিতে পারেন। ক্লিপের সাহয্যে আটকে দিতে হবে। প্রথমবারে নাও হতে পারে। কয়েকবার চেষ্টা করলে আয়ত্তে চলে আসবে।

চুল যদি খুব লম্বা হয়, তাহলে যে উচ্চতায় ছোট করতে চান, সেই জায়গায় রাবার ব্যান্ড বেঁধে নিন। এরপর সেটাকে ভেতরের দিকে গুছিয়ে ঢুকিয়ে দিতে হবে। চাইলে ক্লিপ দিয়ে আটকে দিতে পারেন। একই কার্লার দিয়ে বাইরের দিকে চুল নিয়ে (আউট কার্ল) ক্লিপ দিয়ে আটকে দিলে আরেকটি ভিন্ন লুক পেয়ে যাবেন।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!