চুলকাঠিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আজাদ পাটোয়ারী নামে এক পাট ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
জানাযায়, রাতে ৮ টার দিকে আজাদ পাটোয়ারী ব্যবসায়ী কাজ শেষ করে ভ্যানে করে চুলকাঠি বাজার থেকে হাকিমপুর উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় হাকিমপুর কমিনিটি ক্লিনিকের কাছে পৌছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে। তার কাছে থাকা নগদ প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আহত আজাদ পাটোয়ারী চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে য়ায়।
পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে আজাদ পাটোয়ারীর স্ত্রী জানান তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটানা ঘটিয়েছে বলে দাবী তার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার কাজ প্রস্তুতি চলছিল।
এদিকে এলাকার সচেতন মহলের দাবী, পুলিশের তৎপরতা না থাকায় চুলকাঠি ও এর আশপাশ এলাকা তে, চুরি ছিনতাই, সহ এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে।
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওলিয়ার রহমান জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন এবং এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে আটক করার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।
খুলনা গেজেট/ এস আই