চুকনগরে ৭০ বছরের এক বৃদ্ধা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কি কারণে এই বৃদ্ধা আত্মহত্যা করল তা নিয়ে এলাকায় নানা কথা শোনা যাচ্ছে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত না করেই লাশ দাফন সম্পন্ন হয়েছে। এদিকে এক শালিসী বৈঠকের মাধ্যমে বৃদ্ধার পুত্র, পুত্রবধু ও পুত্রের সন্তানকে জানাযা নামাজ পড়তে না দেয়াসহ বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের আব্দুল মোমিন শেখের পুত্র শেখ আবু তালেব জানায়, মৃত আব্দুর রহিম বাক্স সরদারের স্ত্রী ও তার ফুফু ফাতেমা বেগম (৭০) কে জমি লিখে না দেয়ার কারণে দীর্ঘদিন ধরে ভাত খেতে দেয়া বন্ধ করাসহ শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে। এ কারণে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বুধবার বেলা ১১টার দিকে তিনি গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।এ সময় অসুস্থ অবস্থায় তাকে চুকনগর ব্রীজ রোডের ডাঃ আব্দুল ওয়াহাবের নিরাময় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার পর প্রায় সুস্থ অবস্থায় তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত অর্থ্যাৎ শুক্রবার সকালে তাকে মৃত অবস্থায় দেখা যায়। কিন্তু তিনি কিভাবে মারা গেল সে বিষয়টি নিশ্চিত না করে পুলিশকে অবহিত না করে কোন অনুমতি ছাড়াই সকাল ১০টার দিকে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী মরহুমার পুত্র জুলফিকার আলী জুলু ও জুলুর পুত্র জুবায়ের হোসেনকে জানাযা নামাজে অংশগ্রহণ করতে দেয়নি। এদিকে শনিবার এক শালিসী বৈঠকের মাধ্যমে জুলুর স্ত্রী ও অপর পুত্র আব্দুল্লাহ স্ত্রীকে তাদের পিতার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম