খুলনার ডুমুরিয়ার উপজেলার চুকনগরে দুইটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় চুকনগর সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া কাচামাল আড়টের পাশে জামে মসজিদে সামনে ৩টি মোটর সাইকেল রেখে মাগরিবের নামাজ আদায় করতে যান মুসাল্লিরা। এ সুযোগে চোর সিন্ডিকেটের সদস্যরা ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের রওশন আলী গাজীর পুত্র ডাঃ আশরাফুল ইসলাম গাজীর ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গলুহার গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ নাইমের পালসার ডবল ডিস্ক ব্লাক সিলভার মোটর সাইকেল নামাজ শেষ হওয়ার আগেই চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।
খুলনা গেজেট/ টি আই