চুকনগরে এক সাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা। উপজেলার চুকনগর মেডিকেল সেন্টারে সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিজারিয়ানের মাধ্যমে এই তিন নবজাতক ভুমিষ্ট হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের আব্দুল ওয়াহাব সরদারের স্ত্রী জলি বেগম (১৮) এই ১ম বারেরমত মা হলেন। তিনি সন্তান সম্ভবা হওয়ার পর থেকে চুকনগর মেডিকেল সেন্টারের তত্বাবধানে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তার প্রসব বেদনা শুরু হলে তাকে ওই মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারী করা হলে একই সাথে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়।
অপরেশনের পর মা ও নবজাতকরা সুস্থ্য আছেন বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম এই অপারেশনটি করেন।
তিনি বলেন, এমনিতে ওই মায়ের বয়স কম এজন্যে তিনি গর্ভধারনের পর থেকেই অপুষ্টিতে ভুগছিলেন। তাছাড়া ডেলিভারীর প্রকৃত সময়ও এখনও হয়নি। এজন্যে নরমাল ডেলিভারীর ঝুঁকি না নিয়ে সিজার করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই