চুকনগরে আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিজয় দিবসের র্যালী, বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক জি এম ফারুক হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বিষ্ণুপদ মন্ডল, শেখ আজিম উদ্দীন, যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, স ম ইকবাল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, রতন ঘোষ, আক্তারুজ্জামান সোহাগ, জেলা ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, বিপ্লব ঘোষ, তরিকুল ইসলাম বাবু, এম এম ইয়াসিন, নাজমুল ইসলাম বাবু, শাকিব শাহারিয়ার, আলমগীর হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই