চুকনগরে এক অসহায় কিশোরের উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারী চালিত ভ্যান চুরি করে নিয়ে গেছে প্রতারক চক্র। বুধবার (১৯ মে) সকাল ১১টার দিকে চুকনগরের সাতক্ষীরা রোডের এসবিএসি ব্যাংকের সামনে থেকে এই ভ্যানটি চুরি হয়।
ভূক্তভোগী কিশোর মোঃ আব্দুল্লাহ সরদার সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের বাবুল সরদারের ছেলে।
আব্দুল্লাহ বুধবার সকালে তালা থেকে ভ্যানটি ভাড়া নিয়ে সে চুকনগরে আসে। এরপর যাত্রীবেশী দুই প্রতারক দুটি টেলিভিশন তালায় নিয়ে যেতে হবে বলে ১০০ টাকায় চুক্তি করে। এরপর কৌশলে কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে দিয়ে তালা ভেঙ্গে ভ্যান নিয়ে পালিয়ে যায় প্রতারকরা।
পর মুহুর্তে ফিরে এসে ভ্যান না দেখে হাউমাউ করে কাঁদতে থাকে আব্দুল্লাহ । তার গগণবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ ।
প্রতিবেদককে আব্দুল্লাহ জানায়,তারা দুই ভাইবোন। সে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করে লকডাউনের কারনে স্কুল বন্ধ থাকায় সে সকালে ভ্যান চালায়। এসময় তার পিতা পরের ক্ষেতে কাজ করে এবং বিকেলে ভ্যান চালায়। ভ্যানটিই তাদের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম।
খুলনা গেজেট/ এস আই