ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৪নং চাকুন্দিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান গাজী (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজেউন)। শনিবার রাত আনুমানিক ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত আব্দুল হান্নান গাজীর পুত্র সোহাগ হোসেন গাজী জানায়, শুক্রবার বিকেলে তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়। এসময় দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে স্থানান্তর করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ৭টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার সকালে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।