বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক, দৈনিক সময়ের খবর’র ফটো সাংবাদিক এবং স্পাইস টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোঃ হেলাল মোল্লার পিতা মোঃ লিয়াকত আলী মোল্লা (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে বটিয়াঘাটার সাচিবুনিয়ায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হেলাল মোল্লার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন ও মরহুমের অাত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা শাখার নেতৃবৃন্দরা।
মঙ্গলবার খুলনার বটিয়াঘাটার সাচিবুনিয়ায় ইউসুফিয়া জামে মসজিদে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। অাসরবাদ রামপালে ২য় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ফটো সাংবাদিক মোঃ হেলাল মোল্লা খুলনা প্রেসক্লাবের ইউজার সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।
খুলনা গেজেট/এনএম