খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সনত কুমার বিশ্বাস। নির্বাচন কমিশনের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পৌরসভা নির্বাচন-২০২০ কমিশন সচিবালয়ের ২৯ ডিসেম্বর ১৭.০০.০০০০.০৩৮.৩৮.০২২.২০ (অংশ-২)-৬০৮ নম্বর পত্রের নির্দেশনা মোতাবেক উক্ত মেয়র পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সনত বিশ্বাস ৬ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪২ (২) অনুযায়ী খুলনা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষনা করেন।
এই নির্বাচনে মেয়র পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) অচিন্ত্য কুমার মণ্ডল ২ হাজার ৫১৫ ভোট পেয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর চালনা পৌরসভার সাধারন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবুল খয়ের খান মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন সচিবালয়ের মৌখিক নির্দেশে মেয়র পদের ফলাফল ভোট পরবর্তীতে সামায়িকভাবে স্থগিত করা হয়।
খুলনা গেজেট / এআর