খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন।
এদিকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুইজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়ে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। ভোট গ্রহণ হবে আগামী ২৮ ডিসেম্বর।
পৌরমেয়র পদে আওয়ামী লীগের-সমর্থিত প্রার্থী সনত কুমার বিশ্বাস, বিএনপির-সমর্থিত প্রার্থী মো. আবুল খয়ের খান, স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল ও গৌতম কুমার রায়।
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া দু‘জন প্রার্থী হলেন, ২ নম্বর ওয়ার্ডের মো. মহাসিন আকুঞ্জী ও ৬ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদ বিশ্বাস।
দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন খুলনা গেজেটকে বলেন, ওই দুই প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয় এসে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আগামীকাল শুক্রবার নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের মধ্যদিয়ে এই প্রথমবারের মতো দাকোপ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট নেয়া হচ্ছে।
খুলনা গেজেট / এআর