মেহেরপুর জজ আদালতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আট লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্য অলোক কুমার ঘোষের নামে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের শর্শুনাদহ গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে হেলাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি অলোক কুমার ঘোষ খুলনা পাইকগাছার বাঁকা গ্রামের মহাদেব ঘোষের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, আসামি অলোক কুমার ঘোষ খুলনা পুলিশ বিভাগের এপিবিএন’ এ চাকরি করেন। যশোর শহরের হাসপাতাল মোড়ের একটি ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখাতে এসে হেলালের সাথে আসামি অলোকের পরিচয় হয়। হেলাল বেকার হওয়ায় তাকে মেহেরপুর আদালতে স্টোনোগ্রাফার পদে চাকরি দেয়ার প্রস্তাব দেন অলোক কুমার। তার কথায় বিশ্বাস করে হেলারের পরিবারের লোকজন ক্লিনিকের মালিকসহ অন্যদের উপস্থিতিতে ২০২১ সালের ২ সেপ্টেম্বর অলোক কুমারকে আট লাখ টাকা প্রদান করেন। তিন মাসের মধ্যে চাকরি দেয়ার কথা থাকলেও অলোক তাকে চাকরি দিতে ব্যর্থ হন। এরপর টাকা ফেরত চাইলে অলোক আজ না কাল বলে ঘোরাতে থাকেন। বর্তমানে অলোক কুমারের সকল মোবাইল নম্বর বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/ আ হ আ