খুলনা, বাংলাদেশ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২৯ জুন, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই ট্রাকে পরিবহনের ধাক্কায় বাসচালক নিহত
  চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

চলাচলের জন্য খুবিতে নবনির্মিত লেকসাইড ওয়াকওয়ে উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যাালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পশ্চিমে নবনির্মিত লেকসাইড ওয়াকওয়ে আজ ১২ জানুয়ারি বেলা ১১টায় চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে ওয়াকওয়েটি চলাচলের জন্য উন্মুক্ত করেন। পরে তিনি ওয়াকওয়ে পরিদর্শন করেন।

উপাচার্য এই ওয়াকওয়েটি সৌন্দর্য্য বর্ধন ছাড়াও অন্যতম আকর্ষণীয় স্থান হবে বলেও আশা করেন এবং কয়েকটি বিষয়ে অবশিষ্ট কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সৌন্দার্যবর্ধন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ওয়াকওয়েটির ডিজাইনার প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম, প্রভাষক মোঃ আজহারুল ইসলাম রাসেলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

লেকওয়েটির দৈর্ঘ্য ৫৭০ ফিট এবং প্রস্থ ৭ফিট। এ পর্যন্ত ভৌতঅবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৮ লাখ টাকা। এর পর আরও কিছু ফিনিশিং কাজ শেষ হলে পূর্ণাঙ্গতা পাবে। লেকসাইডের চারটি প্লাজা রয়েছে যেখানে ছোটখাট অনুষ্ঠানও আয়োজন সম্ভব হবে।সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!