খুলনা, বাংলাদেশ | ৩ আষাঢ়, ১৪৩১ | ১৭ জুন, ২০২৪

Breaking News

  কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় মৃত বেড়ে ১৫, আহত ৬০
  নেপালকে হারিয়ে ১৭ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
  ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

চলতি বছরে দুটি ছবির শুটিং শুরু করব: মিম

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে দুটি সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শনিবার (২৫ মে) দুপুরে খুলনায় দেশের জনপ্রিয় বায়োজিন কসমেটিসউটিক্যালসের ১৬ তম ব্রাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন। নগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণীতে ব্রাঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে ফিতা ও কেক কাটেন মিম।

নতুন সিনেমার বিষয়ে প্রশ্ন করা হলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের বলেন, এ বছর নতুন কোন সিনেমা আসবে কিনা আমি নিশ্চিত নয়। তবে আমি আরও দুটি ছবির শুটিং শুরু করবো খুব শিগগিরি। আপনারা খুব শিগগিরি দেখতে পারবেন। তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।

মিম বলেন, আজ খুলনায় এসেছি বায়োজিনের ব্রাঞ্চ উদ্বোধনের জন্য, এ জন্য অন্য কোন বিষয়ে কথা বলবো না। তবে নিজের ফিটনেস ও ত্বকের উজ্জ্বলতার রহস্য প্রকাশ করেছেন মিম।

খুলনায় এসে খুব ভালো লাগছে জানিয়ে মিম বলেন, এর আগে আমি একবার না দু’বার খুলনায় এসেছিলাম। আজকে এসেছি বায়োজিনকে নিয়ে। এখানে আমাদের পুরো টিম এখানে আছে, নিচে দেখলাম অনেক মেয়েরা এসেছি। খুলনাবাসির এতো আগ্রহ দেখে খুবই ভালো লাগছে । আজকে আমার কাছে ঈদ ঈদ মনে হচ্ছে।

এদিন খুলনায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন বিশেষ এক মূহুর্তকে গ্রাহকদের সাথে উদযাপন করে বায়োজিন। এই অনুষ্ঠানে বায়োজিনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হকসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের মাঝে এই আনন্দ আরও বেশি বাড়িয়ে দিতে বায়োজিনের সকল ডার্মো কসমেটিকস প্রোডাক্ট এবং অ্যাস্থেটিক স্কিনকেয়ার ট্রিটমেন্টে ৫০% পর্যন্ত ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।

আয়োজকরা জানান, দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে বায়োজিন বাংলাদেশের মানুষদের সৌন্দর্য ও ত্বকের যত্নে পার্সোনালাইজড স্কিনকেয়ার প্রোডাক্ট ও সেবা প্রদান করে আসছে। আর সেই প্রচেষ্টার ক্ষুদ্র একটি অংশই সোনাডাঙ্গা মজিদ সরণীর এ-ওয়ান ব্লকের রাজ স্কয়ার, লেভেল ৩ তে অবস্থিত বায়োজিন- খুলনা ব্রাঞ্চ।

বায়োজিনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক বলেন, বায়োজিন কসমেটিসউটিক্যালস খুলনাবাসীর প্রতিষ্ঠান। সবসময় বিশ্বমানের সেবা খুলনাবাসীর কাছে পৌছে দেওয়ায় আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার সবসময় আমরা ধরে রাখবো। আমি খুবই আনন্দিত যে খুলনার মানুষের এতোটা সাপোর্ট, আস্থা রেখেছে বায়োজিনে। খুলনাবাসীর জন্য আমরা ব্রাঞ্চ খুলতে পেরেছি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!