বিভাগীয় গণসমাবেশ শনিবার। আগের রাতেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছে সমাবেশস্থলে। সেখানে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। তার আগে সমাবেশস্থলে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
এর আগে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রেন, বালুবাহী ট্রলার, ইজিবাইক, সিএনজি, হেটেসহ নানা কৌশলে খুলনায় প্রবেশ করেছে নেতাকর্মীরা। রাতে দলীয় কার্যালয় ও সমাবেশস্থলে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, কোনোভাবেই গণসমাবেশ ঠেকানো যাবে না। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।