এবার হাইকোর্ট দেখানো হলো ঘোড়ার গাড়িকে। রাজধানীর গুলিস্তানে এক বিচারপতির গাড়িতে আঁচড় দেয়ায় ঘোড়া ও তার মালিককে আদালতে চত্ত্বরে ধরে আনেন গাড়ি চালক ও দেহরক্ষী। নেয়া হয় বিচারপতির খাস কামরাতেও। পরে অবশ্য ছেড়ে দেয়া কোনোরকম শাস্তি ছাড়াই।
সম্প্রতি রাজধানীর বনানীতে এক বিচারপতির ছেলের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির গুরুতর আহত হবার ঘটনা ঘটে। নানা মহলের চাপে যা নিয়ে সংবাদ প্রচার হয় বেশ কদিন পর। তবে সেই আলোচনা শেষ হতে না হতেই এবার ঘোড়ার গাড়ির কাণ্ড হাইকোর্ট চত্বরে।
গুলিস্তান মোড়ে এক বিচারপতির গাড়িতে ধাক্কা দেয় ঘোড়ার গাড়ি। তবে সেই গাড়ীতে ছিলেন না হাইকোর্ট বিভাগের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। কিন্তু ঘোড়ার গাড়ির আর রক্ষে হয়নি। ঘোড়াসহ গাড়ি ধরে নিয়ে যাওয়া হয় হাইকোর্ট চত্ত্বরে।
ঘোড়ার গাড়ির চালক জানান ইচ্ছাকৃতভাবে ঘটাননি তিনি। এ বিষয়ে খাস কামরায় ড্রাইভারের বক্তব্য শোনেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। পরে তাদের ক্ষমা করে দিলে শেষ হয় ঘোড়ার গাড়ির হাইকোর্ট দর্শন।
সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানানো হয়েছে ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারপতি। তবে বিচারপতির শার্ট আনতে গিয়ে এই ঘটনা ঘটে। ভয় পেয়ে ড্রাইভার ও বডিগার্ড তাদের নিয়ে হাইকোর্টে আসেন।