যশোরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার-ইউডিসি উদ্যোক্তাদের সেমিনারে বক্তারা বলেছেন, সার্বিক সেবাপ্রদানে গ্রামে গ্রামে স্থাপন করা হবে ডিজিটাল বুথ। যার মাধ্যমে তৃণমূলের মানুষ আর্থিক লেনদেনসহ নানা ধরনের সেবা নিতে পারবেন। সবসমই গ্রামের মানুষ এই ধরনের সেবা থেকে অনেকটাই অবহেলিত। যার জন্য আরো নিকটে ডিজিটাল সেবা পৌঁছাতে কাজ চলছে বলে মন্তব্য করেন তারা।
শনিবার সকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে “ন্যাশনাল লেভেল অব সেন্ট্রাল ডেভেলপমেন্ট ফর ডিজিটাল সেন্টার এন্টারপেইনারস’ শীর্ষক দিনব্যাপি এ সেমিনারে তারা এসব কথা বলেন। সকালে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন এটুআই-এর প্রজেক্ট ডিরেক্টর ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।
যশোরের আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক কাজী সায়েমুজ্জামান, জয়তুন বিজনেস সলিউশনের চেয়ারম্যান আরফান আলী, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাক্তার তানজিবা রহমান।
শেষে অতিথিরা জয়দ্যুতি নামে একটি ডিজিটাল কনটেন্ট প্লাটফরমের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন ঢাকার উদ্যোক্তা মনোয়ার খান ও ময়মনসিংহ জেলার মেহবিন জেবিন।
দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এসএম আরিফ। এতে সারাদেশের বিভিন্ন কেন্দ্রের উদ্যোক্তারা অংশ নেন।