কোভিড ভ্যাকসিনের আওতাই বয়স্কদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে এক বছরের বেশি সময় আগে। যার প্রথম ডোজ প্রদান শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। কিন্তু অজ পাড়াগাঁয়ের মানুষদের নানা কুসংস্কার জটিলতায় এখনও অনেকেই টিকা নিচ্ছেন না। তেমনই একটি ইউনিয়ন খুলনা জেলার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়ন। বড় অংশই ছিল টিকাদানের আওতার বাইরে।
এই ইউনিয়নের সরকারের সহযোগি প্রতিষ্ঠান হিসাবে কেয়ার বাংলাদেশ ১০০ ভাগ টিকার আওতায় আনার জন্য সচেতন সৃষ্টির লক্ষ্য বেশ কিছু দিন ধরে কাজ করছে। তারা এলাকায় ঘরে ঘরে গিয়ে টিকার ব্যাপারে আগ্রহ সৃষ্টি, রেজিষ্টেশন সম্পন্ন করে মঙ্গলবার নলিয়ার চরে ক্যাম্প করে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। এখানে বয়স্কদের প্রথম ডোজ টিকা দেয়া হয়। সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত চলছে এই কার্যক্রম। রেজিষ্ট্রেশন ছাড়াও কেউ আসলেও তাদের রেজিষ্ট্রেশন করে টিকা দেয়া হচ্ছে।
তেরখাদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদুজ্জামান জানান, তারা এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বেঠক, মাইকিং লিফলেট বিতরণ করেছেন। সেই হিসাবে মঙ্গলবার ক্যাম্প করে টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। আগে রেজিষ্ট্রেশন করা না থাকলে এখানে এসে রেজিষ্ট্রেশন করে প্রিন্টকপি সরবরাহ ব্যবস্থা রয়েছে। তাদের সহযোগিতা করছেন কেয়ার বাংলাদেশ।
কেয়ার বাংলাদেশের ডলি সুলতানা জানান, এলাকার মানুষের মধ্যে এই টিকা নিয়ে নানা কুসংস্কার ছিল। যা দূর করতে তাদের বেশ সময় লেগেছে। তবে এখন সকলের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
এই ইউনিয়নে ক্যাম্প করে বয়স্কদের এবং শিক্ষার্থীদের উপজেলা সদরে টিকা কার্যক্রম চলছে। বয়স্কদের চায়না সিনোফার্মা এবং শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।
ভ্যাকসিন সহজে সাধারন মানুষের দোর গোড়ায় পৌঁছে দেবার জন্য কেয়ার বাংলাদেশ এবং স্বাস্থ্য বিভাগ এই কাজ করছেন এবং তারা আশা করছেন দ্রুতই শতভাগ মানুষকে টিকাদানের আওতায় আনা যাবে।
খুলনা গেজেট/এনএম