অভয়নগর উপজেলায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে দুই যুবক ফ্রি-ফায়ার গেম খেলার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন জুবায়ের হোসেন (২১) নামে যুবককে পা কাটা অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছে, ওই দু’যুবক দীর্ঘক্ষণ রেল লাইনের ওপর মোবাইলে গেম খেলছিল। তাদের কানে হেডফোন লাগানো ছিল। এ কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পায়নি বলে তারা ধারণা করেছেন।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ইফফাত শারমীন দীপ্তি জানান, ট্রেনে কাটা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্ককাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ জানান, অভয়নগর থানা সূত্রে এইমাত্র দুর্ঘটনার সংবাদ পেলাম। এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি।