খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত রাকিব হাসানকে উন্নত চিকিৎসার ঢাকা নেওয়া হয়েছে। সোমবার বিকেলে পুলিশ প্রহরায় ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। রাতে তার শরীরে অস্ত্রপচার করা হবে বলে পুলিশ জানায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, দক্ষিণ তাজুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, দুর্বৃত্তের গুলিতে রাকিব গুরুতর আহত হয়েছেন। তার শরীরের ভেতর দুইটি গুলি রয়েছে। একটি খুব মারাত্মক। মেরুদন্ডের হাড়ের ভেতর যেটি রয়েছে, বের করা খুলনায় সম্ভব নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি বিকেলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, তাকে কেন গুলি করা হয়েছে সেটি আমরা পরিস্কার নই। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোন উত্তর তার কাছ থেকে মেলেনি। তবে রহস্য উদঘাটনের জন্য আমাদের একটি টিম কাজ করছে। তিনি আশাবাদি হামলার প্রকৃত কারণ খুব শিগগিরই জানা যাবে।
সোমবার বিকেলে নগরীর বাগমারা মন্দির এলাকার সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাকিব হাসানকে এলাকাবাসি উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত রাকিব হাসান রূপসা উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।
খুলনা গেজেট/ এসজেড