শুরু থেকেই বাংলাদেশি বোলারদের পাত্তাই দিচ্ছেন না আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এরমধ্যে আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নিয়েছেন সেঞ্চুরিও।
২৮তম ওভারে বোলিংয়ে ছিলেন সাকিব। এই বাঁহাতি স্পিনারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে ছিল, সেটা মিড অফের দিকে ঠেলে দিয়ে প্রান্ত বদল করলেন গুরবাজ। আর তাতেই পেয়ে গেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক। ক্যারিয়ারে এই চার সেঞ্চুরির দুইটাই বাংলাদেশের বিপক্ষে পেয়েছেন এই ওপেনার। সঙ্গে থাকা ইব্রাহিম জাদরানও করে ফেলেছেন হাফ সেঞ্চুরি।
৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর গুরবাজ সেঞ্চুরি করেন ১০০ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি গুরবাজের চতুর্থ সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৩ রান নিয়ে ব্যাট করছেন গুরবাজ। কোনো উইকেট না হারিয়ে ৩২ ওভারে আফগানদের দলীয় রান ২০১ রান। ৬৭ রান নিয়ে গুরবাজকে সঙ্গ দিচ্ছেন ইব্রাহিম।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতেই আক্রমণাত্মক ঢংয়ে খেলছেন গুরবাজ। জাদরানকে সঙ্গে নিয়ে মুস্তাফিজুর রহমানের এক ওভারে ১৫ ও এবাদত হোসেনের এক ওভারে ১২ রান তুলেন তিনি। যদিও জাদরান খেলছিলেন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে।
এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। অবসরকাণ্ডে তামিম ইকবাল বাকি দুই ওয়ানডেতে নেই। তার বদলে ওপেনিং পজিশনে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও সালেম সাফি।
খুলনা গেজেট/এমএম