খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত
  ১৩ জেলায় শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

গাড়ি বহরে হামলা : সুষ্ঠু তদন্তের দাবি জাতীয় নাগরিক কমিটি খুলনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী বিরোধীদের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি খুলনা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেছেন সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এই সংঘর্ষে সর্বশেষ তথ্যমতে ২৩ জন আহত হয়েছেন ।

বিবৃতিদাতারা হলেন, জাতীয় নাগরিক কমিটি খুলনার সদস্য আহম্মদ হামীম রাহাত, ইকবাল হোসেন মোড়ল, ফরিদ পাঠান, মো. রমজান শেখ,ডাঃ শরীফ আশরাফুল হাবিব সাজিদ, এম সাইফুল ইসলাম, মোঃ তানভীর আহম্মেদ, ডাঃ আবু হুরায়রা, ডাঃ এফ.এম খালেদুজ্জামান, মোঃ চুন্নু খন্দকার, মোঃইকবাল হোসেন, নাসিব হাসান রুমি,মতিউর রহমান, মুহাম্মদ নূরুজ্জামান, জহির হোসাইন, মো: নুরজ্জামান তুহিন, এডভোকেট মো. মইনুল ইসলাম জীবন, হাফসা খাতুন, মো. হাবীবুল্লাহ, মিনান মুসফিক, নাসিম আরাফাত প্রিন্স, এস এম আরিফুজ্জামান, এস এম রিয়াজুল হক, শারমিন সুলতানা, মো: বেলাল হোসাইন, রাবেয়া খাতুন রেখা, জাকারিয়া মাসুম বাবু, মো. তুহিন, হানিফ পাঠান, সামসুল আলম, মো: আবুল কালাম, সাদিয়া ইসলাম শিমু, ইমরান হোসেন, শাহাদাত হোসেন বাবুল, মো, জাকির হোসেন বাপ্পী, প্রশান্ত কুমার বিশ্বাস, মোহাম্মদ মনিরজ্জামান মন্টু, শামসুল আলম, আশিকুর রহমান, মো. হাসিবুর রহমান, মোহাম্মদ শরিফুল ইসলাম মিথুন, মো. অপু শেখ, মো. সাইফুল ইসলাম রাজু, দিপক কুমার সরকার, ইয়াসমিন জাহান শাম্য, জাহিদুর রহমান রনি, মো. পিয়াস হাসান, মোল্লা ফারুক আহম্মদ, মো, আকতার হোসেন, হাফিজুর রহমান, ইমরান হোসেন, মোরশেদ নেওয়াজ শিপলু, খন্দকার সাদিকুল হক প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!