অস্ট্রেলীয় গবেষকরা ‘ট্র্যাপডোর’ মাকড়সার একটি বড়সড় প্রজাতি আবিষ্কার করেছেন, যা শুধু দেশটির কুইন্সল্যান্ডেই পাওয়া যায়। পোকা শিকারের জন্য পাতা দিয়ে গুপ্ত দরজা বানিয়ে থাকে বলেই মাকড়সাটির এমন নাম।
বিরল প্রজাতির এই মাকড়সা ২০ বছরের বেশি সময় বাঁচতে পারে। পুরুষ মাকড়সা আকারে তিন সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। আর নারী মাকড়সা পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয়। এটি অন্যান্য ট্র্যাপডোর মাকড়সার চেয়ে তুলনামূলক বড়। এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।
বিজ্ঞানীরা বলছেন, বন উজাড়ের কারণে এই জাতের মাকড়সার বেশির ভাগ আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। এর ফলে বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে এটি। কুইন্সল্যান্ডের মধ্যাঞ্চলের আধাশুষ্ক বনভূমিতে বিরল এই মাকড়সা (ইউপলোস ডিগনিটাস) খুঁজে পান বিজ্ঞানীরা। মাকড়সাটি আবিষ্কার করা কুইন্সল্যান্ড জাদুঘরের বিজ্ঞানীরা বলেন, এর লাতিন ভাষার বৈজ্ঞানিক নামের অর্থ ‘বৈচিত্র্য’, যাতে পতঙ্গটির দর্শনীয় আকার ও বিচিত্র আচরণেরই প্রতিফলন ঘটেছে।
বনভূমিতে বাস করা এই মাকড়সা কালো মাটিতে নিজের ডেরা বানিয়ে থাকে। নারী মাকড়সা গর্তেই নিজের জীবন কাটায়। পুরুষ মাকড়সা পাঁচ থেকে সাত বছর পর নতুন সঙ্গীর খোঁজে অন্য ডেরায় পাড়ি জমায়। এরাকনোলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, সাম্প্রতিক দশকগুলোতে এই প্রজাতির মাকড়সার নমুনা খুব একটা সংগ্রহ করতে পারেননি বিজ্ঞানীরা। সূত্র : বিবিসি।
খুলনা গেজেট/এনএম