খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

খুলনা স্টেশনে বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল জাদুঘর (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

মহানগরীর অত্যাধুনিক রেল স্টেশনের উত্তর প্রান্তে ট্রেনের একটি বগিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান জাদুঘরে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। সব বয়সি নারী-পুরুষ ভিড় করছে। আগামী বুধবার পর্যন্ত স্টেশনে ভ্রাম্যমান জাদুঘর থাকবে। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে এর আয়োজন করেছে।

খুলনা স্টেশনে শুক্রবার থেকে বঙ্গবন্ধু ভ্রাম্যমান জাদুঘর স্থাপন করা হয়েছে। রেলের একটি বগির ভেতরে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ২০টিরও বেশি ছবি স্থান পেয়েছে।

এসব ছবির মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকাল, বিবাহিত জীবন, মিশনারী স্কুল, রোজ গার্ডেন, ভারতের জাতির পিতা মহত্মা গান্ধির সাথে, বঙ্গবন্ধুর চশমা, ভাষা আন্দোলন, প্রভাত ফেরীতে মওলানা ভাষানীর সাথে, ৫৪’র প্রাদেশিক পরিষদের মন্ত্রীসভা, তৎকালীন প্রধানমন্ত্রী একে ফজলুল হকের সঙ্গে, ৬ দফা আন্দোলন, আগরতলা মামলা থেকে মুক্তি, ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ছবি, ১৯৭২ সালের ১০ জানুয়ারী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি ইত্যাদি।

আগামী ৯-১০ সেপ্টেম্বর দৌলতপুরে, ১২-১৩ সেপ্টেম্বর নওয়াপাড়া এবং ১৫-১৮ সেপ্টেম্বর যশোরে জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!