খুলনা সার্কিট হাউজের মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলায় এসেছিলেন শেখ হারুনুর রশীদ।
মেলার প্রবেশ পথের পাশে তথ্যকেন্দ্রে বিআরটিএ খুলনা সার্কেল, খুলনার স্টল কোথায় সেটা জেনে নিচ্ছিলেন যাতে ওয়ানস্টপ সেবার আওতায় ৫ মিনিটে মোটরসাইকেল এর রেজিস্ট্রেশন করতে পারে। তিনি এসেছেন খুলনা জেলার প্রান্তিক উপজেলা কয়রার প্রত্যন্ত গ্রাম থেকে।
অন্যদিকে ডুমুরিয়া উপজেলা থেকে আব্দুল্লা আল মামুন মেলায় এসেছেন ড্রাইভিং লাইসেন্স এর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য। হারুন ও মামুন এর মত অনেকেই মেলায় এসেছিলেন বিআরটিএ, খুলনা সার্কেল, খুলনার এ-ই জনবান্ধব সরকারি সেবা নিতে বা সেবা সম্পর্কে তথ্য নিতে। ১৭ মার্চ ২০২২ সকাল থেকে এখানে চলছে এ-ই সেবার মেলা। মেলা চলবে সাতদিন। শেষ হবে ২৩ মার্চ ২০২২ বুধবার।
বিআরটিএ’র স্টল থেকে সেবা বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়ুবর রহমান মেলায় উপস্থিত সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের জানান, অনলাইনে সেবা প্রাপ্তি যে এত সহজ হয়ে গেছে তা আমি জানতাম না। বিআরটিএ, খুলনা জেলা সার্কেল ও খুলনা মেট্রোপলিটন সার্কেল এর বর্তমান সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ এর দক্ষ ও কর্মঠ পরিচালনায় এই সেবাবান্ধব অফিসটি গ্রাহকসেবায় জনগণের আস্থা অর্জন করেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে বিআরটিএ খুলনা সামনের সাড়িতে অবস্থান করছে। মেলায় এসে বিষয়টি জানতে পেরে তিনি অত্যন্ত খুশি।
তিনি বলেন, একই ছাদের নিজে সব ধরণের ডিজিটাল সেবা পেয়ে আমরা অত্যন্ত খুশি।তথ্যকে সহজ ও জনগণের দোড়গোড়ায় পৌছে দেয়ার এ ধরনের কার্যক্রমকে তিনি সহ অন্যান্য সকল সেবাগ্রহীতারা স্বাগত জানান।
কোন প্রকারের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বল্পসময়ে ড্রাইভিং লাইসেন্স পেতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিআরটিএর সকল সেবাই এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর মধ্যে আবেদন, অনলাইনে ব্যাংকে টাকা জমা, অনলাইনেই মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলী, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন, কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। খুলনা সার্কিট হাউজের এই মেলায় নিজেদের স্টল থেকে এ তথ্য জানালেন বিআরটিএ খুলনা সার্কেলের কর্মরতরা।
গণমাধ্যমকর্মীদের উদ্দ্যেশ্যে বিআরটিএ খুলনা এর সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী জানান, জাতির পিতার আদর্শ ও স্বপ্ন ছিল শোষণ ও দুর্নীতিমুক্তি জনবান্ধব সেবা প্রদান। সেই আদর্শের বাস্তবায়নে বিআরটিএ খুলনা সার্কেল বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এর আওতায় বিআরটিএ আজ ডিজিটাল দপ্তর। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং বিআরটিএর বর্তমান চেয়ারম্যান স্যারের সঠিক দিকনির্দেশনা ও খুলনা জেলা জেলা প্রশাসক স্যারের সার্বিক নির্দেশনায় এই দপ্তর আজ সেবাবান্ধব অফিস।
এই দপ্তরে সেবা নিতে কোন হয়রানি বা ভোগান্তি সহ্য করা হবে না বলে জানান খুলনা সার্কেল’র এই কর্মকর্তা।
খুলনা গেজেট/এএ