খুলনা-চুকনগর- সাতক্ষীরা মহাসড়কের উদ্বোধন আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সড়কটি উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করা হবে। এর মধ্যে খুলনা বিভাগের মহাসড়ক রয়েছে ৩৫২ কোলোমিটার। এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৫৬৮ কোটি টাকা।
সড়ক বিভাগ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ১০টায় গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন। খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রী এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে।
সূত্রটি জানায়, দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর ভোমরার সঙ্গে সারাদেশে যোগাযোগের একমাত্র মাধ্যম খুলনা সাতক্ষীরা মহাসড়ক। এছাড়া দক্ষিণের জেলা উপজেলা থেকে খুলনায় যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক। মহাসড়কটির মোট দৈর্ঘ্য ৫৮ কিলোমিটার। এর মধ্যে খুলনা অংশে পড়েছে ৩৩ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে ২৯ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটি পুনর্নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালের ১ মার্চ। শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। সড়কটির ২৯ কিলোমিটার অংশ পুনর্নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৬৫ কোটি টাকা।