খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিন্তরন প্রশিক্ষণ এবং বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ আগস্ট) সকালে তিন দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইং এর পরিচালক ড. প্রবীর কুমার ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, খুলনা এইচএসটিটিআই এর পরিচালক আতিকুল ইসলাম পাঠান, টিটিসি খুলনার সহযোগী অধ্যাপক রহিমা খাতুন, জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এ, এস, এম, আব্দুল খালেক।
ওরিয়েন্টেশনে খুলনা অঞ্চলের ৬১ জন উপজেলা এবং থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অংশগ্রহণ করছেন। আগামী ২৪ আগস্ট পর্যন্ত এ ওরিয়েন্টেশন চলবে।
খুলনা গেজেট/এমএনএস