কোভিড-১৯ রোগীদের জরুরি ভিত্তিতে সেবা প্রদানের লক্ষ্যে খুলনা লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ `লায়ন্স ক্লাব অক্সিজেন ব্যাংক প্রজেক্ট’ উদ্বোধন করা হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক এবং লায়ন্স চিকিৎসক সদস্যদের সরাসরি তত্বাধানে এই প্রোজেক্ট কার্যক্রম পরিচালিত হবে। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি এই প্রোজেক্টে নেবুলাইজার মেশিনসহ অক্সিমিটারের সেবাও প্রদান করা হবে।
আজ সকাল ১ টায় ২-জি, কেডিএ এভিনিউতে প্রতিষ্ঠিত খুলনা লায়ন্স চক্ষু হাসপাতাল ভবনে ক্লাব প্রেসিডেন্ট লায়ন এ্যাড.কুদরত ই খুদা-এর সভাপতিত্বে প্রোজেক্ট চেয়ারম্যান লায়ন এ্যাড.মিনা মিজানুর রহমান প্রোজেক্টের উদ্ভোধন ঘোষণা করেন।
এ সময় ক্লাব প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ পরবর্তীকালীন রোগীদের নানা ধরণের শারীরিক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। ঐ সকল রোগীদের জন্য লায়ন্স বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে অতি দ্রুত একটি চিকিৎসা পরামর্শ কেন্দ্র চালু করা হবে। খুলনায় করোনার অতিমারী থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক ব্যবহার, টিকা গ্রহণ, বারবার হাত ধোয়া এবং অপ্রয়োজনে বাইরে না যাবার জন্য সকলের প্রতি আহবানও জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি লায়ন মনোয়ারা বেগম, লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন ড.আব্দুল্লাহ হারুন চৌধুরী, লায়ন ডা. বোরহানউদ্দিন আহম্মেদ, লায়ন ডা. আর কে নাথ, লায়ন ডা. মনোজ কুমার দাশ, ক্লাব ট্রেজারার লায়ন অধ্যাপিকা রমা রহমান, লায়ন ডা. এম বি জামান, লায়ন অধ্যক্ষ সুমিয়া নাসরিন, লায়ন মেহেদী নেওয়াজ আহসান অনিক, খুলনা লিও ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী কাবাডি, লিও সেক্রেটারি আর্কিটেক্ট তানভীর আহম্মেদ ওপল এবং লিও ট্রেজারার তাসদিদ আহম্মেদ চৌধুরী।
খুলনা গেজেট/ টি আই