খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
জাহাঙ্গীর সভাপতি ও সম্পাদক তানিয়া

খুলনা রেডিও এ্যানাউন্সার’স ক্লাবের কমিটি গঠন

গেজেট ডেস্ক

খুলনা রেডিও এ্যানাউন্সার’স ক্লাবের (র‌্যাংক) ২ বছর মেয়াদী (২০২৫-২০২৭) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (৩ মে) নগরীর একটি রেস্টুরেন্টে খুলনা বেতারের পঞ্চাশেরও অধিক ঘোষক-ঘোষিকার উপস্থিতিতে আহ্বায়ক কমিটির প্রস্তাবিত কমিটি সকলের সমর্থনে অনুমোদিত হয়।

দুই বছর মেয়াদী নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি: মো. ইকবাল আলম চৌধুরী, আসমাউল হুসনা ও মো. ইমরাণ সাঈদ, সহ-সাধারণ সম্পাদক প্রসূণ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল কুবরা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনিস উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আমানুর রহমান, দপ্তর সম্পাদক আবু সাঈদ জান কাদরী, সহ-দপ্তর সম্পাদক এস.এম. শাহারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত শায়লা, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক সানজানা খান, সহ-প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক ফাতেমা খাতুন, প্রচার সম্পাদক মো. শিবলী সাঈদ, সহ-প্রচার সম্পাদক স্বর্ণালী দাস।

এছাড়া সোহেলী পারভীন রুমা, মরিয়ম সুলতানা, শারমিন মিমি, হেরা ইয়াকুতি, পীযুষ গোমস্তা, ফাহমিদা নাহিন ঐন্দ্রিলাকে কার্যনির্বাহী পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

সংগঠনের নতুন নেতৃত্ব খুলনা বেতারসহ সকল বেতার কেন্দ্রের আধিকারিক ও শিল্পীদের সাথে সদ্ভাব বজায় রেখে ঘোষক-ঘোষিকাদের পেশাগত উৎকর্ষ সাধন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে বেতার সংস্কৃতির বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের পক্ষ থেকে সকল ঘোষক-ঘোষিকা, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও শিল্পবান্ধব সংগঠন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!