খুলনা মহানগর শাখার সভাপতি এস এম একরামুল হক হেলাল কারাবন্দী থাকার কারনে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান সোমবার (০২ জানুয়ারি) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা-৩ আসনের ধানে শীষের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুখ হিলটন, সহ-সভাপতি ময়েজ উদ্দিন চুন্নু, কে এম মাহবুব হোসেন, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, খায়রুজ্জামান সজিব, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, বেল্লাল হোসেন, মঞ্জুর শাহিন রুবেল, আল আমিন সরদার রতন প্রমুখ।
খুলনা গেজেট/কেডি