জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সভাপতি আবুল কাশেম মোল্লা বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় রূপসাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর নামাজে জানাজা আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুষ্পস্তবক অর্পণ করে অস্তিম শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ খুলনা জেলার সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, শ্রমিকলীগের খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, শ্রমিকনেতা মোঃ সোহাগ হাওলাদার, হায়দার আলী খান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে আবুল কাশেম মোল্লার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নিজামুল হক বাবলু, মুন্সী সেলিম আহমেদ, মোঃ ফরিদ আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হওলাদার, মোছাঃ তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, হোসেন, মোঃ ফারুক হাসান, মোঃ নজরুল ইসলাম সিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা মোঃ সোহাগ হাওলাদার, হায়দার আলী খান প্রমুখ নেতৃবৃন্দ।
আবুল কাশেম মোল্লার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑপেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগরের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোল্লা মাহাবুবুর রহমান, নূর ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ আল আমিন গাজী, মোশাররফ হোসেন, মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ মাসুম মল্লিক প্রমুখ।
অনুরূপ শোক বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।