খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
  নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

খুলনা-মংলা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

রামপাল প্রতিনিধি

রামপাল এলাকার খুলনা-মংলা মহাসড়কে রাতের আঁধারে বাস-ট্রাক সংঘর্ষে ঝরে গেল ২ প্রাণ ৷ বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার ভরসাপুর বাস স্ট্যান্ডের সন্নিকটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ প্রাথমিকভাবে জানা যায়, নিহত হাফিজুর (৩০) ও জাহানারা (৫৫) পাইকগাছা ও কয়রা উপজেলার বাসিন্দা ৷

প্রত্যক্ষদর্শী এবং কাটাখালি হাইওয়ে থানা পুলিশের এসআই জয়ন্ত জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী তনু ক্লাসিক (ঢাকা মেট্রো জ-১১-৩০৭৩) বাসটিকে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয় ৷ এতে ঘটনাস্থলে অন্তত ১৫ জন বাসযাত্রী গুরুতর আহত হয় ৷

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ৷ রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয় ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ ৷

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!