খুলনা, বাংলাদেশ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
  যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুন, অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় শনাক্ত হয়েছেন ৭১ জন। বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৫৭ জনে। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭২ জনের। মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭৩৫ জন।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনায় একজন, যশোরের একজন, চুয়াডাঙ্গার একজন ও মেহেরপুরে একজন রয়েছেন। নতুন ৪ জনসহ বিভাগে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৭২ জনের। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১০৭ জন, যশোরে ৭৩ জন, ঝিনাইদহে ৫১ জন, চুয়াডাঙ্গায় ৫১ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৩ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ২৩ জন ও মেহেরপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নতুন ৭১ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনায় ৪৪ জন। এই জেলায় মোট শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭ জন। এছাড়া যশোরে নতুন করে ২ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ৬ হাজার ২৯৩ জন। কুষ্টিয়ায় ৮ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ৪ হাজার ৬০৮ জন, ঝিনাইদহে ৭ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ২ হাজার ৭৬০, নড়াইলে ১ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ১ হাজার ৮০৭ জন। চুয়াডাঙ্গায় ২ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ১ হাজার ৮৬৩ জন, বাগেরহাটে ৬ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ১ হাজার ৩৬২, সাতক্ষীরায় ১ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ১ হাজার ২৭৪, মাগুরায় এদিন শনাক্ত হয়নি। তবে এখানে মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ২১২ এবং মেহেরপুরে মোট শনাক্ত সংখ্যা ৯০০ জন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!